আমি মুসলিম, সৌদি মুসলিম দেশ তাই এসেছি: বেনজেমা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ১০:৩৮
রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক চুকিয়ে করিম বেনজেমা এখন সৌদি আরবে। কদিন আগেও কেউ ভাবতে পারেনি বেনজেমা দলবদলে সৌদির কোনো ক্লাবকে বেছে নেবেন। হঠাৎ করেই আসে তার আল ইত্তিহাদে যোগ দেওয়ার খবর।
ক্যারিয়ারের সুন্দর সময় পার করছেন। এমন না যে ফর্ম পড়তির দিকে। ইউরোপের বড় বড় এত লিগ থাকতে সৌদি আরব কেন? বেনজেমা জানালেন, নতুন কিছুর চ্যালেঞ্জ তিনি নিতে চান।
অনেকেই মনে করছেন, বছরে প্রায় ২০ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাবই বেনজেমাকে সৌদি আরবে নিতে বড় ভূমিকা রেখেছে। তবে ফরাসি তারকা জানালেন, তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে একজন মুসলিম হিসেবে মুসলিম দেশে আসতে পারাটা।
বেনজেমা বলেন, 'আমি একজন মুসলিম, এটা (সৌদি আরব) একটা মুসলিম দেশ। আমি এখানে থাকতে চেয়েছি। আমি সৌদিতে এসেছি এবং এখানে ভালো লাগে।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে