টিকটকে ২০ বিলিয়ন ডলারের ই-কমার্স ব্যবসা

সমকাল প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ১০:০২

চীনা শর্টভিডিও প্ল্যাটফর্ম টিকটকে চলতি বছর ই-কমার্স কার্যক্রম অন্তত চারগুণ বৃদ্ধি পাবে। এ সময় দুই হাজার কোটি ডলারের (২০ বিলিয়ন) পণ্যসামগ্রী বিক্রি হবে। টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স এমন পূর্বাভাস দিয়েছে।


গত বছর টিকটকে ৪৪০ কোটি ডলারে পণ্য কেনাবেচা হয়। টিকটক যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে। এসব অঞ্চলে নতুন প্রজন্ম বিশেষ করে কিশোর-কিশোরীদের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম হচ্ছে টিকটক।


প্ল্যাটফর্মটির মাধ্যমে ইন্দোনেশিয়ার মতো বাজারে প্রত্যাশার চেয়ে বেশি পণ্য বিকিকিনি হচ্ছে। টিকটকের ই-কমার্স প্ল্যাটফর্ম গ্রাহকদের লাইভ সম্প্রচারের সময় অ্যাপে লিঙ্কের মাধ্যমে পণ্য ক্রয় করতে দেয়।


রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানিটি  যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তার বিক্রয় সম্প্রসারণের জন্য কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও