You have reached your daily news limit

Please log in to continue


৮ বছরের ছোট স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না নেহার? জন্মদিনে দেখা মিলল না রোহনপ্রীতের

মায়ানগরীর অন্যতম চর্চিত জুটি কি বিচ্ছেদের পথে? অভিনেত্রী নেহা কক্করের জন্মদিনের ছবি দেখে জল্পনায় ভরেছে নেটদুনিয়া। গত ৬ জুন রাত ১২টা বাজতে অভিনেত্রীর বাড়িতেই শুরু হয় উদ্‌যাপন। ৩৫ বছরে পা দেন নেহা। ক্রিকেটার উজবেন্দ্র চাচল এবং তাঁর স্ত্রী ধনশ্রী চাচলকেও দেখা যায় মধ্যরাতের পার্টিতে। হইহুল্লোড়ে মেতেছিলেন সবাই।

আত্মীয় পরিজনের ভিড়ে সবাই যদিও খুঁজছিলেন একটিই মুখ, কিন্তু তাঁকে কোনও ছবিতেই দেখতে পাওয়া গেল না। কোথায় গেলেন নেহার স্বামী রোহনপ্রীত সিংহ? তাঁর অনুপস্থিতি ভাবিয়ে তুলেছে অনুরাগীদের। তবে কি মন কষাকষি স্পষ্ট? একসঙ্গে আর থাকছেন না নেহা-রোহন? জন্মদিনের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নেহা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন