কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বায়ুদূষণকবলিত নিউইয়র্কবাসী ঢাকার ভিসা চায় যদি!

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ০৭:০৬

নিউইয়র্ক এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ুর শহর। আইকিউ এয়ারের তালিকা থেকে দেখা যাচ্ছে, বায়ুদূষণ সূচক নিউইয়র্কে এখন ২০০-এর ওপরে, যা খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত। নিউইয়র্কের অনেক স্কুল তাদের আউটডোর কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ঢাকা লড়াই করছে। এখনো দ্বিতীয়। দূষণ ২০০-এর নিচে। [বৃহস্পতিবার দুপুর ১২টা ২১ মিনিটে]


নিউইয়র্কের বাতাসের এ বেহাল দশার কারণ কানাডার কুইবেকে ১০টার মতো দাবানল। সেই দাবানলের ধোঁয়া-ছাই আসছে যুক্তরাষ্ট্রের আকাশে।পরিস্থিতি আরও খারাপ হলে কী হবে? নিউইয়র্কবাসী কি শরণার্থী হবে? আমরা, বাংলাদেশিরা, মানবতার উজ্জ্বল উদাহরণ, মেহমানদারিতে অনুপম।


সে ক্ষেত্রে আমেরিকানরা কি বাংলাদেশে আসবে? এত কষ্ট করে আটলান্টিক পাড়ি দিয়ে এই দেশে যদি তারা আসে, তাদের এই কষ্টের ফল তারা পাবে! পাবে পদ্মার ইলিশ, রয়েল বেঙ্গল গোট থেকে উৎপাদিত কাচ্চি বিরিয়ানি। আমের মৌসুমে বগুড়ার দই দিয়ে আমরা ম্যাংগো-লাচ্ছি বানিয়ে দিতে পারব। লাচ্ছি খাচ্ছি, আরাম পাচ্ছি। আর বিউটির শরবত তো আছেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও