এবার কূটনৈতিক সফলতা মিলবে, আশা বিএনপির
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ২২:০৮
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মাঠের কর্মসূচির পাশাপাশি জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বিএনপি। নিয়মিত বিরতিতে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন মহাসচিবসহ দলের বিদেশ বিষয়ক কমিটির সদস্যরা। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে সামনে রেখেও কিছু কর্মতৎপরতা শুরু করেছে দলটি। এর মধ্যে আছে, গত দুই সংসদ নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িতদের তালিকা তৈরি করা।
বিএনপি নেতারা বলছেন, গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় শুধু জনসমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা কঠিন হয়ে পড়েছে। ক্ষমতায় যেতে হলে জনসমর্থনের পাশাপাশি কূটনৈতিক সফলতাও লাগবে। দশম ও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি সেই কাঙ্ক্ষিত সফলতা পায়নি। বিশেষ করে, নানাবিধ কারণে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অনেক পিছিয়ে ছিল দলটি।