প্লাস্টিক দূষণ রোধে প্রয়োজন সমন্বিত ও সঠিক ব্যবস্থাপনা
প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব পরিবেশ দিবস’। এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘প্লাস্টিক দূষণের সমাধান’। প্লাস্টিক বর্তমান দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত একটি উপাদান। প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনযাত্রার অপরিহার্য অংশগুলোর একটি এবং সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক মানুষের জীবনে প্লাস্টিকপণ্যের ব্যাপক ব্যবহার রয়েছে।
তেল ও পানির বোতল থেকে শুরু করে চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখা, গাড়ি, কম্পিউটার, টেলিভিশন, রেফ্রিজারেটর, জুতা, কলমসহ সর্বত্রই রয়েছে প্লাস্টিকের ব্যবহার।
স্থায়িত্ব, কম খরচ এবং বিভিন্ন আকার ও সহজলভ্যতার কারণে প্লাস্টিকের ব্যবহার দিন দিন বাড়ছে। প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে না—এমন একটি বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমানে প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৪০০ মিলিয়ন মেট্রিক টনের বেশি প্লাস্টিক উৎপাদিত হচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- পরিবেশ দিবস
- প্লাস্টিক