পুরুষ সঙ্গী ছাড়াই ছানা জন্ম দিল কুমারী কুমির!
কুমিরের ক্ষেত্রে বিজ্ঞানীরা এই প্রথমবারের মতো এমন অত্যাশ্চর্য ঘটনা দেখলেন। কোস্টারিকার একটি চিড়িয়াখানায় কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই সম্পূর্ণ কুমারী অবস্থায় ছানার জন্ম দিয়েছে একটি কুমির। গতকাল বুধবার রাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
বিজ্ঞানীরা দাবি করেছেন, ছানার জন্ম দেওয়া মাদি কুমিরটি টানা ১৬ বছর কোনো পুরুষ কুমিরের সংস্পর্শ ছাড়াই একটি সম্পূর্ণ ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়। ওই ভ্রূণটির সঙ্গে জিনগতভাবে তার ৯৯.৯ শতাংশ মিল রয়েছে।
বিষয়টিকে ‘উত্তেজনাকর আবিষ্কার’ আখ্যা দিয়ে গবেষকেরা বলছেন, ঘটনাটি এটাই নির্দেশ করছে যে-কুমিরের বিবর্তনীয় পূর্বপুরুষেরা হয়তো স্বপ্রজননে সক্ষম ছিল।
- ট্যাগ:
- জটিল
- কুমির
- নতুন আবিষ্কার
- কুমিরছানা
- কুমারি