![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/06/08/bff98e85fc52154b08495538fdfce475-64814fc92f9d3.jpg)
পৃথিবী ঠান্ডা রেখে লাভ কী
এ বছর দেশে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহ চলছে। এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। পরিবেশের এই ‘গরম’ অবস্থা প্রকোপ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে ভূগোলবিদ, পরিবেশবিদ, সরকার আর সাধারণ মানুষের। ভূগোলবিদ ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে কারণ বিশ্লেষণ করছেন, পরিবেশবিদ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে, সরকার উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে অতীত কর্মকাণ্ডের তুলনামূলক দৃষ্টিভঙ্গি থেকে আর সাধারণ মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে চলমান ক্রূর অব্যবস্থাপনা এবং ধর্মীয় অনুশাসন পালনে নিজেদের দুর্বলতার ওপর দায় চাপিয়ে দাঁতে দাঁত চেপে পরিবেশের বিরূপ আচরণ সহ্য করে চলছে। যে যা-ই বিশ্লেষণ করুক না কেন, সুজলা-সুফলা-শস্য-শ্যামলা নদীমাতৃক ষড়্ঋতুর আমাদের এই দেশটার প্রকৃতি ও পরিবেশ যে দিনে দিনে চরম বৈরী হয়ে উঠেছে তা অস্বীকার করা যাবে না কোনোভাবেই। ক্ষমতার বলয়ের মানুষের ক্রম-গৃহীত ভুল পরিকল্পনার সমাহারই আজকের এই চরম বৈরী আবহাওয়ার জন্য দায়ী। পাশাপাশি ভুল পরিকল্পনা থেকে শিক্ষা না নেওয়ার ফলও ভোগ করতে হচ্ছে দেশ ও জনগণকে।
- ট্যাগ:
- মতামত
- তাপ প্রবাহ
- বৈরী আবহাওয়া
- তীব্র গরম