You have reached your daily news limit

Please log in to continue


নারীরা যেসব পুরুষকে একবারেই অপছন্দ করেন

যুগের পর যুগ ধরে নারী মনের কূল-কিনারা খুঁজতে গিয়েও পুরুষদের বারবার ব্যর্থ হয়ে ফিরতে হয়। নারীরা যেসব পুরুষকে একবারেই অপছন্দ করেন।

এমনকি তাদের সঙ্গে কথা বলতেও চায় না। ফলে এই ধরনের পুরুষরা গোটা জীবনই নারীদের ভালোবাসায় বুঁদ হয়ে থাকেন।

সম্পর্কের অলিগলি নিয়ে নিয়মিত চর্চারত বিশেষজ্ঞদের কথায়, নারীদের হৃদয়ে বিয়ে নিয়ে একাধিক স্বপ্ন বোনা থাকে। এমনকি তার পছন্দের পাত্রটি ঠিক কেমন হবে, এই সম্পর্কেও মনের ক্যানভাসে একটা স্পষ্ট ছবি আঁকা থাকে। সেই ছবির সদৃশ কোনও পুরুষের সন্ধান পেলেই নারী মন গলে যায়। এমনকি বিয়ের ফুল ফুটতেও দেরি হয় না। এমন বিপদের সম্মুখীন না হতে চাইলে দ্রুত জেনে নিন কেমন ধরনের পুরুষদের একবারেই পছন্দ করেন না নারীরা!

নেশাই ধর্ম, নেশাই কর্ম: অনেকেই আছেন যারা নেশা করার বদভ্যাসকে ‘কুল’ হিসেবে দেখেন। এটাই নাকি নতুন ট্রেন্ড। যদিও বেশিরভাগ নারীই নেশা করার বিষয়টিকে খুবই খারাপ চোখে দেখেন। কারণ তাদের কাছে মদ্যপান একটা সর্বনাশা নেশা। নেশায় বুঁদ পুরুষ যেকোনো পর্যায়ে নামতে পারেন, এটা তাদের কাছে পরিষ্কার। তাই এমন পুরুষের থেকে দূরেই থাকেন নারীরা।

আমিই সেরা: অনেক পুরুষই দম্ভের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকেন। তাদের সব ব্যাপারেই ‘আমিত্ব’। নিজেকে ছাড়া তারা আর কিছুই ভাবতে পারেন না। এমনকি একান্ত আপনজনদের ছোট করতেও তারা দ্বিধাবোধ করেন না। এমন স্বভাবের পুরুষদের অত্যন্ত ঘৃণা করেন নারীরা। তাই আপনার মধ্যেও এ বদভ্যাস থাকলে নিজেকে বদলে ফেলুন।  

ছোট চোখে দেখা: আধুনিকতার একদম শিখরে পৌঁছে গিয়েছে সভ্যতা। তবে এই যুগে দাঁড়িয়েও কিছু ব্যক্তি সেই পুরনো ধ্যান-ধারণাকে সঙ্গী করে বেঁচে রয়েছেন। তাদের কাছে, নারীর কোনও গুরুত্বই নেই। বরং নারীর উত্তরণকে ছোট করার কাজেই তারা ব্যস্ত থাকেন। আপনিও কী এমন ভুল করেন নাকি? উত্তর হ্যাঁ হলে এখনই নিজেকে বদলে ফেলুন।  নারীদের সবসময় সম্মান দিন। তাদের এগিয়ে যেতে উদ্বুদ্ধ করুন। তাহলেই নারীদের মনের মানুষ হয়ে উঠতে পারবেন।

একাধিক নারীসঙ্গ: কিছু পুরুষের স্বভাব বেজায় খারাপ। তারা একাধিক নারীর সঙ্গে একই সময়ে সম্পর্কে থাকতে পছন্দ করেন। যতদিন পর্যন্ত এ তথ্য নারীদের কাছে অজানা থাকে, ততদিন তাদের খেলা চলতে থাকে। একবার এটি জানাজানি হলে আর পালানোর কূল পাওয়া যায় না। মান-সম্মান সব জলে ধুয়ে যায়। নারীরা তাদের থেকে দূরে চলে যান। আসলে কোনও নারীই একজন বিশ্বাসঘাতকের সঙ্গে থাকতে চান না। আজ যিনি এই অভ্যাসের দাস, কাল যে তিনি বাল্মীকি হয়ে যাবেন, সেই আশা নগণ্য। তাই নারীরা তাদের থেকে দূরে থাকাতেই বিশ্বাসী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন