করোনা মহামারির কারণে দারিদ্র্য ও চরম দারিদ্র্য নিয়ে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। দারিদ্র্য ও চরম দারিদ্র্যের হার বিষয়ে সরকারি পরিসংখ্যান নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। তবে এটিও বলতে হয় যে দারিদ্র্য বিমোচনে সরকার অনেক কর্মসূচি নিয়েছে, যা বেশ প্রশংসনীয়।
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনেকগুলো উপায়ে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী তথা দুস্থ, বিধবা, প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষকে নগদ টাকা বা খাদ্যপণ্য দিয়ে সহায়তা করে থাকে সরকার।
তবে দুস্থদের এসব সহায়তায় ব্যাপক নয়ছয় হওয়ার অভিযোগ ওঠে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি, দুস্থ নারীদের চাল সহায়তা দেওয়ার সরকারি কার্যক্রম ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) ক্ষেত্রে। গাইবান্ধায় দুস্থ নারীদের চালে ভাগ বসিয়েছেন সচ্ছলেরা। বিষয়টি খুবই গুরুতর।