কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাজীপুরের ‘ছদ্মবেশ’ কৌশল বরিশালেও দুশ্চিন্তার কারণ

প্রথম আলো বরিশাল প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ০৭:০৫

নৌকার ব্যাজ ঝুলিয়ে ‘ভোট চাওয়া’ হয়েছিল জায়েদা খাতুনের পক্ষে, গাজীপুরে আওয়ামী লীগের কর্মীদের কারও কারও এই ‘ছদ্মবেশ’ বিপাকে ফেলেছিল দলের প্রার্থী আজমত উল্লা খানকে। বরিশালেও একই দুশ্চিন্তায় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা।


বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের বাকি আর পাঁচ দিন। আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ জোর প্রচার চালাচ্ছেন। কিন্তু দলের ভেতরে যে পুরোনো বিভেদ ছিল, তা দূর হয়নি।


খায়েরের পক্ষের নেতা-কর্মীদের আশঙ্কা, বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারীরা দলের চাপে নৌকার পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালালেও ভেতরে ভেতরে খায়ের আবদুল্লাহর বিপক্ষে কাজ করতে পারেন। সেটা হলে তা বেশি ক্ষতির কারণ হবে।


১২ জুন বরিশাল সিটিতে ভোট গ্রহণ হবে। সেখানে খায়ের আবদুল্লাহকেই প্রধান প্রার্থী হিসেবে গণ্য করা হচ্ছে। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী কে হবেন, সেটা নিয়ে এখন আলোচনা বেশি। তবে ভোটার উপস্থিতি বেশি হলে, বিএনপির ভোটাররা কেন্দ্রে গেলে এবং আওয়ামী লীগের নেতা–কর্মীদের একটি অংশ দলের বিপক্ষে কাজ করলে ভোটের অঙ্ক পাল্টে যেতে পারে বলেও মনে করেন অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও