ডেলিভারিম্যান নিয়ে ভেবেছেন কি কখনো
হয়তো সাইকেলের প্যাডেল বা মোটরসাইকেলে ডিজেল কিংবা তেল পুড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নির্ধারিত পণ্য নিয়ে হাজির হতে পারলেই পরে পেটে জুটে দুমুঠো ভাত। তীব্র রোদ কিংবা ঝড়বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের মতো মহাবিপৎসংকেত কানে বাজলেও তাঁদের গন্তব্যে পৌঁছাতে হবে নতুবা মিলবে না অল্প পয়সার বেতন।
হ্যাঁ, কথা বলছি ডেলিভারিম্যানদেরই। যাঁদের কিনা দিনরাত অন্যের হাসিখুশি মুখগুলো দেখার তরে নিজের যত আয়োজন। কতই না তাঁদের সংগ্রাম। এ–পথ থেকে ও–পথে ছুটে চলা, ছুটে চলা দূরদূরান্তের কত রাস্তা। পৌঁছাতে হবে গ্রাহকের অর্ডার করা পণ্যটি নিয়ে।