কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিচু ও শিশু

সমকাল মিজান শাজাহান প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ০১:৩২

জৈষ্ঠের রসালো ফল লিচু অনেকেরই প্রিয়। কিন্তু গত এক মাসে গলায় লিচুর বিচি আটকে অন্তত ৯ শিশুর মৃত্যুর যে খবর বুধবারের সমকালে প্রকাশ পেয়েছে, তা মর্মান্তিক। এসব শিশুর বেশিরভাগের বয়স ৬ মাস থেকে ৬ বছরের মধ্যে। মঙ্গলবার রাজধানীতে গলায় লিচুর বিচি আটকে বাকপ্রতিবন্ধী এক শিশুর মৃত্যু হয়। দেশে জাতীয়ভাবে যেখানে শিশু মৃত্যুহার কমে এসেছে, সেখানে গলায় লিচু, জাম বা কাঁঠালের বিচি কিংবা চকলেট, মার্বেল, ছোটখাটো খেলনা, ধাতব মুদ্রা ইত্যাদি আটকে মৃত্যুর অঘটন দুঃখজনক। শুধু শিশু নয়; অনেক সময় প্রবীণরাও গলায় খাবার বা অন্য কিছু আটকে মারা যায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতি ২ ঘণ্টায় একজন মানুষ গলায় খাবার বা অন্য কিছু আটকে দম বন্ধ হয়ে মারা যায় বলে এক পরিসংখ্যানে দেখানো হয়েছে।


আমাদের দেশে জ্যৈষ্ঠ মধুমাস হিসেবেও পরিচিত। এ সময় গ্রামের প্রায় সব বাড়িতে গাছে গাছে পাকা আম, জাম, কাঁঠাল, লিচু দেখা যায়। গ্রাম-শহর সব জায়গার হাট-বাজার মৌসুমি ফলে সয়লাব থাকে। সামর্থ্য অনুযায়ী সব পরিবার ফল কেনে। এসব ফলের মধ্যে রসালো লিচুও রয়েছে। স্বাভাবিকভাবেই শিশুরা অনুকরণপ্রিয়। বড়দের ফল খেতে দেখে তারা খাওয়ার চেষ্টা করে। এ জন্য অভিভাবকের উচিত যেসব ফল মুখে নিলে গলায় আটকে যেতে পারে, তা শিশুর নাগালের বাইরে রাখা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও