পেঁয়াজের দাম নেমেছে অর্ধেকে, এবার বাড়ছে চিনির দাম
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ১৭:৩৭
ভারত থেকে আমদানি ঘোষণার পর কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুয়েকদিনে পণ্যটির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। এরইমধ্যে দেশের বাজারে ভারতীয় পেঁয়াজ পৌঁছে গেছে। প্রায় এক মাস সীমান্তে এসে অপেক্ষমাণ থাকার কারণে ভারতীয় পেঁয়াজ উল্লেখযোগ্য পরিমাণ নষ্ট হয়ে গেছে। একারণে বাজারে দেশি পেঁয়াজের চাহিদা একটু বেশি।
তবে প্রায় দুই মাস অস্থির থাকার পর পণ্যটির বাজার যখন লাগামে আসতে শুরু করেছে, তখনই হঠাৎ বাড়তির দিকে চিনির দাম। এরইমধ্যে চিনির দাম বেড়েছে মণপ্রতি ১০০ থেকে ১২০ টাকা। বাজারে হঠাৎ সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তির দিকে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে গেছে, দেশের ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বুধবার (৭ জুন) দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৮ থেকে ৪০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৪৮ থেকে ৫২ টাকা।