সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ড এখন সিটি

দেশ রূপান্তর প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ১৭:১২

দারুণ সময় পার করছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ ও এফএ কাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ঘরোয়া ডাবল জিতেছে দলটি। সামনে চ্যাম্পিয়নস লিগে সেরা হয়ে ট্রেবল জয়ের সুযোগ তাদের সামনে। এমন সময়ে পেপ গার্দিওলার দল এবার আরও একটি কীর্তি গড়ল। অবশ্য সেটা মাঠে নয়। ব্র্যান্ড ফিন্যান্স এর জপিরে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের তালিকায় শীর্ষে উঠে এসেছে দলটি।


এবারই প্রথম সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের তকমা পেল সিটি। গত চার বছর এই তালিকায় শীর্ষ স্থানে ছিল রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা সিটির ব্র্যান্ডমূল্য ১৩০ কোটি পাউন্ড। মাদ্রিদের ক্লাবটির ব্র্যান্ডমূল্য ১২৬ কোটি পাউন্ড।



তালিকার শীর্ষ দশে ইংল্যান্ডের ক্লাবই ছয়টি। ১১৭ কোটি পাউন্ড ব্র্যান্ডমূল্য নিয়ে চারে ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের সমান মূল্য নিয়ে পাঁচে লিভারপুল। অষ্টম, নবম ও দশম স্থানে যথাক্রমে আর্সেনাল, টটেনহাম হটস্পার ও চেলসি।


স্পেন থেকে শীর্ষ দশে রিয়াল মাদ্রিদ ছাড়াও রয়েছে বার্সেলোনা (তৃতীয়)। জার্মানি থেকে রয়েছে বায়ার্ন মিউনিখ (সপ্তম)। ফ্রান্স থেকে পিএসজি (ষষ্ঠ)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও