দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার
দাঁতের ফাঁকে খাবার আটকালে খাবার খাওয়ার মজাটাই নষ্ট হয়। আতঙ্ক লাগে, অন্যের সামনে বিব্রতকর অবস্থা তৈরি হয়। সঠিক ব্যবস্থা না নিলে জটিলতা তৈরি হয়।
কেন এমন হয় : সাধারণ অবস্থায় পাশাপাশি দাঁতগুলো তাদের একটি নির্দিষ্ট কেন্দ্রে আটকে থাকে। এই কন্টাক্ট পয়েন্ট ঠিক থাকলে খাবার ফাঁকে আটকায় না, কিন্তু যদি ডেন্টাল ক্যারিজ, দাঁত ও চোয়ালের হাড়ের অসাঞ্জস্যতায় দাঁত ফাঁকা, ত্রুটিপূর্ণ কৃত্রিম দাঁত বা ক্রাউন, দীর্ঘ সময় প্রতিস্থাপিত ক্যাপ, গঠনগত অস্বাভাবিকতা, দাঁত ভাঙা বা বয়সের সঙ্গে এমনিতেই এই কেন্দ্র নষ্ট হতে পারে, তখন সহজেই খাবার ভেতরে ঢুকে যায়। আক্কেল দাঁত বা মাড়ির শেষ দাঁতটি দেরিতে উঠার কারণে অনেক ক্ষেত্রে বাঁকা হয়ে যায়, ফলে সেখানে খাবার জমে থাকে। এক বা একাধিক দাঁত ফেলে দিলে অন্য দাঁতগুলোর মধ্যকার অবস্থা পরিবর্তন হয়ে দাঁত ফাঁকা হতে পারে, যারা এক পাশ দিয়ে খাই তাদেরও হতে পারে।