৬ দফা আন্দোলন ও বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি
বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে, কারণ ছয় দফা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিক মুক্তির একটি সংজ্ঞায়িত মুহূর্ত প্রতিনিধিত্ব করে।
জাতির জনক শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৭ জুন যে ছয়টি দাবি তুলে ধরেছিলেন তার লক্ষ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বৈষম্য মোকাবিলা করা। ছয় দফার সেই আন্দোলন স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের জন্ম নিশ্চিত করেছিল। আর এই কারণেই ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়ে থাকে।
এই ছয় দফা বাংলাদেশের অর্থনৈতিক গতিপথ গঠন করতে, স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে ও দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- ট্যাগ:
- মতামত
- ৬ দফা
- শেখ মুজিবুর রহমান