রূপ লাবণ্যে ফল
সমকাল
প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ১০:০১
ত্বকের কালো দাগ, ছোপ ছোপ দাগ, অসম রং, ব্রণ ইত্যাদি কমে যায় ফল দিয়ে রূপচর্চা করলে। ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি, সি, এ ও অন্যান্য উপাদান ত্বককে গভীর থেকে সতেজ ও নিঁখুত করতে সাহায্য করে। লিখেছেন রিক্তা রিচি
আম, পাকা পেঁপে, মাল্টা, লেবু, আঙুর, ড্রাগন কিংবা কমলা– এসব ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেলে যেমন উপকার, তেমনি রূপচর্চা করলে বাড়ে লাবণ্য। দূর হয় ত্বকের কালো দাগ, অসম রং। ত্বকে আসে উজ্জ্বলতা। রূপবিশেষজ্ঞ নুজহাত খান বলেন, ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ফল খাওয়ার পাশাপাশি তা দিয়ে রূপচর্চা করা যেতে পারে। এখন বিভিন্ন ফলের নির্যাসের সঙ্গে বিভিন্ন উপাদান প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে রূপচর্চার পণ্য। সতেজ ও তাজা ফল দিয়ে রূপচর্চা করলে বাড়তি টাকা খরচ করে বাজার থেকে বিভিন্ন পণ্য কিনতে হয় না।
- ট্যাগ:
- লাইফ
- ফল
- রূপ লাবণ্য