![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-06%252Fc00f735d-c558-4e28-b41c-127bf216bcfa%252F266575052_233570878888592_6917253211926561427_n.jpg%3Frect%3D0%252C0%252C870%252C457%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
এসব দেখেই তো বড় হয়েছি...
শুধু অভিনয়ে নয়, গানেও সমান পারদর্শী অভিনেত্রী শ্রুতি হাসান। খুব কম বয়সেই তাঁর ক্যারিয়ার শুরু। কয়েক বছর ধরে নিজের জায়গা একই অবস্থানে ধরে রেখেছেন কমল হাসানকন্যা। পাশাপাশি বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে ধূসর চরিত্র সবচেয়ে বেশি উপভোগ করেন এই নায়িকা।
কিছুদিন আগেই তেলেগু ছবি ‘ওয়ালটেয়ার ভিরায়া’তে র এজেন্ট ‘অতিধি’র চরিত্রে দাপট দেখিয়েছেন শ্রুতি। তাঁর আগামী ছবি ‘সালার’-এর দিকে এখন সবার নজর। কেননা এই ছবির পরিচালনার দায়িত্বে আছেন ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল। ‘সালার’–এ শ্রুতিকে ‘আদ্যা’র চরিত্রে দেখা যাবে। দক্ষিণি সুপারস্টার প্রভাসের সঙ্গে জুটি বেঁধে আসছেন তিনি। শ্রুতি নিজেও এই প্যান ইন্ডিয়া ছবিকে ঘিরে রীতিমতো উত্তেজিত।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড
- গান
- অভিনেত্রী
- শ্রুতি হাসান