![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-06%252Fb1ba2bb6-1622-4129-94b8-d5bdefcd9117%252F2023_05_23T120026Z_178064044_UP1EJ5N0XCO6Q_RTRMADP_3_FILMFESTIVAL_CANNES_THE_IDOL.JPG%3Frect%3D0%252C0%252C2155%252C1131%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
জনি ডেপ–কন্যার সিরিজটি নিয়ে কেন এত বিতর্ক
তুমুল জনপ্রিয় এক গায়িকা। নার্ভাস ব্রেকডাউনের কারণে শেষ মুহূর্তে বাতিল হয় তাঁর কনসার্ট। তাঁকে সাহায্য করতে আসা এক গুরুর সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্কে—এই হলো এইচবিও নতুন সিরিজ ‘দ্য আইডল’–এর সারকথা। তবে মুক্তির আগেই সিরিজটি নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। কিন্তু কেন এই বিতর্ক? ভ্যারাইটি ও ডেইলি মেইল অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।
কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য আইডল’–এর দুটি পর্বের প্রিমিয়ার হয় গত ২২ মার্চ। ভিন্ন একটি কারণে তার আগে থেকেই অবশ্য সিরিজটি আলোচনায় ছিল।
- ট্যাগ:
- বিনোদন
- বিতর্ক
- টিভি সিরিয়াল
- জনি ডেপ