আমরাও যখন বৃদ্ধ হবো

সমকাল এহসান মাহমুদ প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০১:৩১

সম্প্রতি রাজধানীর আজিমপুর কবরস্থানের পাশ থেকে আব্দুর রশীদ খাঁ নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সমকালে প্রকাশিত সংবাদে জানা গেছে, রাজধানীর কামরাঙ্গীরচরে সন্তানদের সঙ্গেই থাকতেন তিনি। বৃদ্ধ আব্দুর রশীদ পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। হাঁটাচলা করতে পারতেন না। মৃত্যুর খবর প্রকাশের পর তাঁর স্বজনরা বলছেন, আব্দুর রশীদকে সম্ভবত তাঁর ছোট ছেলে আজিমপুর কবরস্থানের পাশে ফেলে গেছে। এর দুই দিন পরই তাঁর মৃত্যু হয়।


পরিণত বয়সে যে কারও মৃত্যু স্বাভাবিক। কিন্তু এইভাবে স্বজন ও পরিবার-পরিজনহীন অবস্থায় অবহেলাজনিত মৃত্যু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। বৃদ্ধ বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব নির্ধারণে ২০১৩ সালে সরকার ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন’ করেছিল। সেটির আলোকে ২০১৮ সালে ‘পিতা-মাতার ভরণ-পোষণ বিধিমালা’ তৈরি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, প্রত্যেক সন্তান পিতা-মাতাকে নিজের সঙ্গে রাখার ব্যবস্থা করবে। সন্তান একাধিক হলে মা-বাবা কার কাছে থাকবেন, সে বিষয়ে তাঁদের ইচ্ছাকে অগ্রাধিকার দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও