ঘরের ভেতরেও সানস্ক্রিন ব্যবহার করতে হয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ২০:৩৭
ত্বক পরিচর্যার মৌলিক ধাপের মধ্যে একটা হল সানস্ক্রিন ব্যবহার করা।
এটা ত্বকের বার্ধক্য ও ‘পিগমেন্টেইশন’ থেকে রক্ষা করে। কেবল বাইরের যাওয়ার আগে নয় বরং ঘরে থাকলেও ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।
মুম্বাইয়ের ‘ইয়াভানা অ্যাস্থেটিকস ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা ও মেডিকেল পরিচালক ডা. মাধুরি আগারওয়াল ফেমিনাডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই বিষয়ে বলেন, “প্রতিদিন সকালে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং দিনে কয়েকবার করে পুনরায় ব্যবহার করতে হয়।”
সারাদিন ঘরে বসে থাকলেও সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন রয়েছে। কারণ সূর্যের অতিবেগুনি রশ্মিতে রয়েছে ইউভিএ এবং ইউভিবি নামক রশ্মি।