এয়ারলাইনসগুলোর আটকে থাকা পেমেন্ট দ্রুত পরিশোধে ব্যাংকগুলোকে নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

www.tbsnews.net বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ১৯:৩৫

এয়ারলাইনসগুলোর আটকে থাকা পেমেন্ট দ্রুত পরিশোধের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মো. আবুল বাশার।


আবুল বাশার বলেন, 'বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ এসেছে বিদেশি এয়ারলাইনসগুলো বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের কাছে ২১৪ মিলিয়ন ডলার পাবে। তবে আমরা বিভিন্ন ব্যাংকের কাছে থেকে তথ্য সংগ্রহ করে জেনেছি যে ২১৪ নয়, ১৭৭.৭৯ মিলিয়ন ডলার পাবে এয়ারলাইনসগুলো।'


তিনি আরও বলেন, দেশি-বিদেশি ৭টি ব্যাংকের কাছে পাওনা রয়েছে এয়ারলাইনসগুলোর। 


'আমরা পর্যালোচনা করে দেখেছি, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ডলার পরিশোধের সামর্থ্য আছে। ইতিমধ্যে আমরা ব্যাংকগুলোকে পেমেন্টের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি। হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই বকেয়ার পরিমাণটি কমে আসবে,' বলেন তিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও