রজতজয়ন্তীতে দর্শক-শ্রোতাদের গান প্রকাশ করবে সোলস

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ১৭:১৫

প্রতিষ্ঠার ৫০ বছরে পা রেখেছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ব্যান্ড সোলস। এ উপলক্ষে বেশ কিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ব্যান্ডটি।


এর মধ্যে রয়েছে নিজেদের নতুন লগো উন্মোচন, নতুন গান প্রকাশ, দেশ-বিদেশে সিরিজ কনসার্ট এবং একটি গ্র্যান্ড কনসার্টের মাধ্যমে ৫০ বছর পূর্তি উদযাপন।


মঙ্গলবার (০৬ জুন) দুপুরে ঢাকার অভিজাত একটি ক্লাবে তিনটি লোগো উন্মোচনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা হলো। লোগোগুলো ডিজাইন করেছেন সোলসের প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ নেওয়াজ।


অনুষ্ঠানে জানানো হয়, এই তিনটি লোগো দর্শকের ভোটে ক্রমান্বয়ে ৫০ বছর পূর্তিতে ব্যবহার হবে। ইতোমধ্যেই লোগো তিনটি ভোটিংয়ের জন্য সোলসের অফিসিয়াল ও পার্থ বড়ুয়ার ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।


পাশাপাশি এই আয়োজনে জানানো হয় সোলসের নতুন পরিকল্পনা। সেখানে উপস্থিত হয়েছিল দলটির বর্তমান ও পুরাতন সদস্যরা। এসময় সোলসের পার্থ বড়ুয়ার (ভোকাল ও লিড গিটার) আমন্ত্রণে মঞ্চে এসে বিশেষ একটি ঘোষণা দেন গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী। যার লেখা সোলসের বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও