আয়ব্যয়ের সামঞ্জস্য ও বাজেট বাস্তবায়ন
বাজেট হলো সরকারি অর্থব্যবস্থার মূল চালিকাশক্তি। বাজেটে যেমন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে, তেমনি দেশের অর্থনীতির চিত্র ফুটে ওঠে। বাজেটে কেবল সরকারি সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাবই থাকে না, বরং আয়-ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাও এর অন্তর্ভুক্ত থাকে। আমাদের অভ্যন্তরীণ আয়ের উৎস হলো—রাজস্ব উদ্বৃত্ত, বেসরকারি সঞ্চয়, ব্যাংক ঋণ ও অতিরিক্ত কর ধার্য করা ইত্যাদি।
আর বৈদেশিক আয়ের উৎস হলো—বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান ইত্যাদি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়—কৃষি, শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, মহিলা ও যুব উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ, পল্লী উন্নয়ন ও গৃহায়ণ ইত্যাদি খাতে সরকার ব্যয় করে থাকে। এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন। বাজেট বাস্তবায়ন বলতে আমাদের দেশে সাধারণত বোঝায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবিকে। আসলে কি তাই? আয়-ব্যয়ের লক্ষ্যমাত্রার মধ্যে সামঞ্জস্য, লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপি অর্জন, মূল্যস্ফীতি ভোক্তার নিয়ন্ত্রণে রাখা, বাজেট ঘাটতি যথাসম্ভব কমিয়ে আনাই হচ্ছে বাজেটের মূল লক্ষ্য।