কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাজেটে আয়কর নীতি প্রসঙ্গ

কালের কণ্ঠ মোহাম্মদ আবদুল মজিদ প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ১৩:০৬

২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে পেশকালে আয়করসংক্রান্ত পাঁচটি প্রসঙ্গ উঠে এসেছে। সেগুলোর প্রেক্ষাপট ও যৌক্তিকতা নিয়ে ১ জুনের আগে ও পরে বেশ আলোচনা-সমালোচনা চলছে। এটা একটা ভালো লক্ষণ যে আয়কর বা প্রত্যক্ষ কর সম্পর্কে সচেতনতা বাড়ছে। দেখা যাচ্ছে, বিগত কয়েকটি বছরের তুলনায় এবং মূসক ও আমদানি শুল্কের অগ্রগতির তুলনায় প্রত্যক্ষ কর আয়কর আয়ের প্রবৃদ্ধির মাত্রা কেমন যেন ধীর, মিশ্র ও নৈরাশ্যজনক।


অথচ অর্থনীতির সার্বিক প্রবৃদ্ধির মাত্রা অনুযায়ী এরই মধ্যে প্রত্যক্ষ করের মুখ্য ভূমিকা প্রতিষ্ঠিত হওয়ার কথা। পর্যালোচনায় দেখা যায়, ক্রমেই কম্পানি ও কম্পানি ব্যতীত কর আয়ের অনুপাত ৭০ঃ৩০ থেকে ৫৫ঃ৪৫-এ পৌঁছেছে। দেশে করপোরেট ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেলেও কম্পানি প্রদত্ত আয়করের প্রবৃদ্ধি সেভাবে বা সে হারে বাড়েনি বলে প্রতীয়মান হয়। অন্যদিকে কম্পানি ব্যতীত করদাতার মধ্যে ব্যক্তি করদাতা, পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অব পারসন, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পারসনস রয়েছেন—তাঁদের কর নেটের আওতায় আনার উদ্যোগ আরো জোরদার করার অবকাশ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও