বাজেট বাস্তবায়নে যা করতে হবে
গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার ওপরে। বর্তমানে যে বাজেট প্রণয়ন করা হয়, সেই বাজেটের অর্থের জোগান দেওয়া হয় অভ্যন্তরীণ উৎস থেকে। মোটাদাগে বলতে গেলে বাজেটের ৯০ শতাংশ অর্থ আসে অভ্যন্তরীণ উৎস থেকে। প্রতিবছরই বাজেটে ঘাটতি থাকে। গত বছর যে বাজেট প্রাক্কলন করা হয়েছিল, সেটা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি থাকার আশঙ্কা আছে।
২০২২-২৩ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের ওপর ন্যস্ত ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকার টার্গেট। যেহেতু জুন মাস চলমান, এখনো প্রায় এক মাস সময় আছে সামনে। সবকিছু হিসাব করে দেখা গেছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার মতো রাজস্ব আদায়ের সম্ভাবনা আছে।
তারপরও রাজস্ব আহরণ আরও বৃদ্ধির সম্ভাবনা নিয়ে নতুন বাজেট প্রস্তাব করা হয়েছে। যেহেতু ৮০ শতাংশের ওপরে রাজস্ব আদায় করতে হয় জাতীয় রাজস্ব বোর্ডকে, তাই সবার দৃষ্টি থাকে রাজস্ব বোর্ডের দিকে।