লক্ষ্মীপুর-৩: হ্যাটট্রিক নাকি দুর্গ পুনরুদ্ধার

www.ajkerpatrika.com লক্ষ্মীপুর প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ১১:২৩

১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে নির্বাচনী প্রচার। প্রার্থীদের ছবিসংবলিত পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন স্থান। আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত থাকলেও এখন আওয়ামী লীগের দখলে।২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এখানে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী। বর্তমান সংসদ সদস্য (এমপি) এ কে এম শাহজাহান কামাল।


দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী শাহজাহান কামাল। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। এর আগে তিনি এই আসনে দুবার এমপি হয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির এই দুই শক্তিশালী প্রার্থী ছাড়াও দুই দলে একাধিক নেতা এবার মনোনয়নপ্রত্যাশী। বিভিন্ন সভা, সমাবেশে যোগ দিয়ে তাঁরা নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও