প্লেনের ‘ব্ল্যাক বক্স’-এর মতো করমণ্ডল দুর্ঘটনার রহস্য ফাঁস করবে ডেটা লগার, কী কী জানাবে এই যন্ত্র?

eisamay.com প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ২১:৫৬

প্লেন দুর্ঘটনার ক্ষেত্রে 'অজ্ঞাত' প্রশ্ন পুনরুদ্ধারে অন্যতম বড় ভূমিকা নেয় ব্ল্যাক বক্স। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সিগন্যাল বিভ্রাট থেকে শুরু করে ‘ম্যান মেড তত্ত্ব’ একাধিক কারণ খাড়া করছেন বিশেষজ্ঞদের একাংশ। আর এই যাবতীয় প্রশ্নের উত্তরে অনেকটাই সাহায্য করতে পারে ডেটা লগার যন্ত্র! বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই ডেটা লগার যন্ত্র অনেকটাই ‘ব্ল্যাক বক্স’-এর মতোই।


এই প্রসঙ্গে পূর্ব রেলের প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “বিমানে যেমন ব্ল্যাক বক্স থাকে তেমনই ট্রেনের ক্ষেত্রে থাকে ডেটা লগার যন্ত্র। এক্ষেত্রে ট্রেনের স্পিড কত থাকবে, কোন সময় তা ব্রেক দিয়েছিল এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলির তথ্য সেখান থেকে পাওয়া যাবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও