কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গরমে মাধ্যমিকেরও প্রাথমিক শাখায় ক্লাস বন্ধ

www.ajkerpatrika.com মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ১৮:৩০

দেশব্যাপী চলমান তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চার দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়েও প্রাথমিক শ্রেণি বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানান। 


নেহাল আহমেদ বলেন, যেসব সরকারি ও বেসরকারি স্কুলে প্রাথমিক শ্রেণি (ক্লাস ওয়ান টু ফাইভ) রয়েছে সেখানেও বৃহস্পতিবার পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে মাধ্যমিক পর্যায়ে যথারীতি ক্লাস চলবে। 


এর আগে গতকাল রোববার সারা দেশে তীব্র দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ৫ জুন (আজ সোমবার) থেকে ৮ জুন ( আগামী বৃহস্পতিবার) পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও