![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-12%252Fc0c270b6-ba5f-4d57-b5d6-9d94d5eb3865%252Fgoogle_photos_google.jpg%3Frect%3D2%252C0%252C1120%252C630%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
গুগল ফটোজে ব্যক্তিগত ছবি নিরাপদ রাখবেন যেভাবে
অনলাইনে ছবি বা ভিডিও সংরক্ষণের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত গুগল ফটোজ ব্যবহার করেন। অনলাইনে ছবি সংরক্ষণ ও আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যমটিতে ছবি বা ভিডিও আলাদা ফোল্ডারে সংরক্ষণের পাশাপাশি নির্দিষ্ট ফোল্ডার লক করে রাখা যায়। এর ফলে নির্দিষ্ট পাসওয়ার্ড বা আঙুলের ছাপ ছাড়া অন্য কেউ ফোল্ডারে থাকা ছবি বা ভিডিও দেখতে পারেন না। গুগল ফটোজে ছবি বা ভিডিওর ফোল্ডার লক করার পদ্ধতি দেখে নেওয়া যাক—
ছবি বা ভিডিওর ফোল্ডার লক করার জন্য প্রথমেই ফোনে গুগল ফটোজ অ্যাপ চালু করে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর লাইব্রেরি মেনু থেকে ইউটিলিটিজ অপশন নির্বাচন করে ‘সেটআপ লকড ফোল্ডার’-এ ক্লিক করতে হবে। এবার পাসওয়ার্ড বা আঙুলের ছাপ যুক্ত করে প্রয়োজনীয় ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে। এরপর ‘মুভ টু লকড ফোল্ডার’পেজে থাকা নিয়মাবলিগুলো ভালো করে পড়ে সেটআপ অপশনে ক্লিক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে। এর ফলে শুধু নির্দিষ্ট পাসওয়ার্ড বা আঙুলের ছাপ ব্যবহার করেই কেবল পরবর্তী সময় ফোল্ডারে থাকা ছবি বা ভিডিও দেখা যাবে।