কৃষিতে ভর্তুকি ও নগদ সহায়তা অব্যাহত রাখুন
সমকাল
প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ১০:৩২
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও কৃষিপণ্য রপ্তানির জন্য প্রয়োজনীয় ভর্তুকি বা নগদ সহায়তা অব্যাহত রাখা যেতে পারে। তবে এ জন্য এলডিসি গ্র্যাজুয়েশনের পর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিট খাদ্য আমদানিকারক উন্নয়নশীল দেশের (এনএফআইডিসি) তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য বাংলাদেশকে জোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ ছাড়া ডব্লিউটিওর নিয়মকানুনের সঙ্গে সংগতি রেখে রপ্তানি সহায়তা স্কিম তৈরি করা উচিত।
রোববার রাজধানীর এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্ট যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।