You have reached your daily news limit

Please log in to continue


ভিআর হেডসেট যুদ্ধে জাকারবার্গ

নতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট এনেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। কোয়েস্ট ৩ নামে ডিভাইসটি ছাড়া নিয়ে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছেন মেটাপ্রধান মার্ক জাকারবার্গ।  ভিআর হেডসেট যুদ্ধে জয়ী হতে অ্যাপলের আগেই এ ঘোষণা দিলেন জাকারবার্গ। তিনি বলেন, কোয়েস্ট ৩ হবে উচ্চ রেজ্যুলেশনের মিক্সড রিয়েলিটি হেডসেট। এটি আগের সংস্করণ কোয়েস্ট ২ থেকে ৪০ ভাগ হালকা। ডিভাইসটির সামনে অন্তত তিনটি ক্যামেরা রয়েছে, যা  দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা দেবে।

এর ফলে ব্যবহারকারী হেডসেট পরা অবস্থায় অ্যাপের সঙ্গে যুক্ত থেকে নতুনভাবে চারপাশের বাস্তব জগৎ দেখতে পাবেন। ভিডিওটি জাকারবার্গ বলেন,  এটি পরিধানকারীর জন্য দৃশ্য আরও ‘প্রাকৃতিক’ হয়ে উঠবে।  গেমিংয়ের জন্য ডিভাইসটির গ্রাফিক্সেও উন্নত করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে পরবর্তী প্রজন্মের কোয়ালকম চিপসেট। ডিভাইসটির উদ্ভাবনী মেশিন লার্নিং প্রযুক্তি ভার্চুয়াল জগৎ ও ভৌত জগতের সঙ্গে এমনভাবে মিথস্ক্রয়া তৈরি করবে; যাতে ব্যবহারকারী নতুন অভিজ্ঞতা পাবেন। এটির দাম শুরু হবে ৪৯৯ ডলার থেকে। এর আগে ২০২০ সালে কোয়েস্ট ২ ছেড়েছিল মেটা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন