জিমেইলে ত্রুটি, প্রেরকের পরিচয় নিশ্চিত হয়ে ই-মেইল খোলার পরামর্শ

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুন ২০২৩, ২১:৩৮

জিমেইলে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে গত মাসে ‘ভেরিফায়েড চেকমার্ক’ সুবিধা চালু করেছে গুগল। নতুন এ শনাক্তকরণ সুবিধা কাজে লাগিয়ে বৈধ জিমেইল ব্যবহারকারীদের পাঠানো ই-মেইলের পাশে নীল টিক যুক্ত করে দেয় গুগল। ফলে প্রাপক সহজেই জানতে পারেন, যে ঠিকানা থেকে ই-মেইল পাঠানো হয়েছে, তা সঠিক। কিন্তু সম্প্রতি জিমেইলে একটি নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে, যা কাজে লাগিয়ে চাইলেই ভুয়া জিমেইল ঠিকানায় নীল টিক যুক্ত করা সম্ভব।


জিমেইলের এই নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছেন ক্রিস প্লামার নামের এক নিরাপত্তাবিশেষজ্ঞ। তিনি জানান, জিমেইলের এ ত্রুটি কাজে লাগিয়ে যেকোনো ই-মেইল ঠিকানায় নীল টিক যুক্ত করে অন্যদের ই-মেইল পাঠানো সম্ভব। ফলে ই-মেইল প্রেরকের পরিচয় ও ঠিকানা সঠিক ভেবে বিভিন্নভাবে প্রতারিত হতে পারেন প্রাপকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও