You have reached your daily news limit

Please log in to continue


প্রাইমারি অকশনে ট্রেজারি বন্ড কিনতে পারবে বিনিয়োগকারীরাও

প্রাইমারি অকশনে সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ড কিনতে পারবে পুঁজিবাজারের বিনিয়োগকারীরাও। এর মধ্যে দেশের সেকেন্ডারি মাকের্টেও সিকিউরিটিজের লেনদেন বৃদ্ধি পাবে। একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে উঠবে।

রোববার (৪ জুন) বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা তথা বিও হিসাবধারীরা তাদের সংশ্লিষ্ট স্টক ব্রোকারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ডের প্রাইমারি অকশনে যেন অংশগ্রহণ করতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে (বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড) আলোচনা এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি প্রসেস ফ্লো এবং নির্দেশনা প্রস্তুত করা হয়, যা কমিশন সভায় অনুমোদন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন