সুয়েজ খালে তেলবাহী ট্যাঙ্কার ভেঙে নৌযান চলাচল ব্যাহত
সুয়েজ খালে তেলবাহী একটি ট্যাঙ্কার ভেঙে পড়ায় সাময়িকভাবে নৌযান চলাচল ব্যাহত হয়েছিল বলে জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। রোববার এই ঘটনা ঘটে। খবর এপি।
মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষের মুখপাত্র জর্জ সাফওয়াত বলেন, মাল্টার পতাকাবাহী সিভিগোর নামে ট্যাঙ্কারটি খালের ১২ কিলোমিটার (৭ দশমিক ৫ মাইল) পয়েন্টে যান্ত্রিক ত্রুটিতে পড়ে।
ট্যাঙ্কারটি ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে যাচ্ছিল।
স্থানীয় একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবেই বলেন, জলপথের সিঙ্গল-লেন অংশে ট্যাঙ্কারটি ভেঙে পড়ে। এতে পেছনে আটটি নৌযান জটে পড়ে।