কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আটকে গেছে বিদেশি বিমানের বিপুল অর্থ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ জুন ২০২৩, ২০:৫১

বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইনস প্রতিষ্ঠানগুলোর প্রায় ২ হাজার ৩০৪ কোটি টাকার বেশি আটকা পড়েছে। আটকা পড়া অর্থের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিদেশি এয়ারলাইনসগুলোর কার্যক্রম পরিচালনা করা ঝুঁকির মুখে পড়ছে। রোববার এয়ারলাইনসের আন্তর্জাতিক সংগঠন দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


আইএটিএর প্রতিবেদনে বাংলাদেশসহ অন্যান্য কয়েকটি দেশে বিমান সংস্থাগুলোর ডলার আটকে থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। আইএটিএ বলছে, আটকে থাকা অর্থের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে নির্বিঘ্নে আন্তর্জাতিক বিমানসেবা পরিচালনার বিষয়টি হুমকির মুখোমুখি হয়েছে।


এয়ারলাইনসের আন্তর্জাতিক এই সংগঠন বলেছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া অর্থের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের এপ্রিলে বিশ্বজুড়ে এই অর্থের পরিমাণ ১৫ হাজার ৫০০ কোটি টাকা (১ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলার) থাকলেও ২০২৩ সালের এপ্রিলে তা বেড়ে হয়েছে ২২ হাজার ৭০০ কোটি টাকার বেশি (২ দশমিক ২৭ বিলিয়ন ডলার)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও