You have reached your daily news limit

Please log in to continue


কাঁচা চা পাতার দাম বাড়ানোর দাবিতে পঞ্চগড়ে চাষিদের মানববন্ধন

কাঁচা চা পাতার দাম বাড়ানোর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে চা চাষিরা। জাতীয় চা দিবস উপলক্ষে কাঁচা চা পাতার দাম সর্বনিম্ন ৪০ টাকা কেজি দর নির্ধারণ করার দাবি জানান তারা।

রোববার (০৪ জুন) দুপুরে পঞ্চগড়ে চা বাগান মালিক সমিতির ব্যানারে পঞ্চগড়ে চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম, আনিসুজ্জামান নতুন, শাহজালালসহ বাগান মালিকরা অবিলম্বে পঞ্চগড়ে অকশন মার্কেট দ্রুত বাস্তবায়ন, কাঁচা চা পাতার ওপর কর্তন বন্ধ, ফ্যাক্টরিতে দালালের মাধ্যমে পাতা নেওয়া বন্ধ করা, সরাসরি চা চাষিদের কাছে পাতা ক্রয়, চা চাষিদের পাতার টাকা বাকি রাখা বন্ধ করার দাবিসহ ৯ দফা দাবি জানান।

এসময় বক্তারা বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, কোম্পানির সিল স্বাক্ষর প্রদান, প্রধানমন্ত্রীর লাগানো চা তথা পঞ্চগড়ের চায়ের মান খারাপ, এমন নাটকের মূল হোতাদের মুখোশ উন্মোচন করা হোক। ব্লাক মার্কেটে ভালো মানের চা বিক্রি বন্ধ করার লক্ষ্যে প্রশাসনের পর্যাপ্ত পদক্ষেপ চান, ভরা মৌসুমে কারখানা রেশনিংভাবে চালু রেখে কৃত্রিম সংকট তৈরি না করে প্রত্যেক কারখানার প্রতিদিন অন্তত ৫০ শতাংশ ক্যাপাসিটি রাখার এবং পঞ্চগড়ে সরকারিভাবে চা ফ্যাক্টরি প্রতিষ্ঠা করার দাবি জানান চা বাগান মালিক সমিতির সদস্যরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন