![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/06/online/facebook-thumbnails/gp_airport_cp2-samakal-647c68ec6e6a1.png)
বিমানবন্দরে বিশেষ সুবিধা দেবে জিপি
বিদেশ ভ্রমণকারীদের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। ফলে এখন থেকে জিপি স্টার প্ল্যাটিনাম প্লাস গ্রাহকদেরকে অ্যারাইভাল থেকে ইমিগ্রেশন পর্যন্ত সহায়তা করবেন গ্রামীণফোনের রিলেশনশিপ কর্মকর্তা।
আনুষ্ঠানিকভাবে গত ১৬ মে থেকে সেবাটি চালু করেছে জিপি। বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিটের প্রতিনিধিরা গ্রাহকদের অভ্যর্থনা জানাবেন। পুরো বিমানবন্দরে দিক সংক্রান্ত সহায়তা ছাড়াও বিশেষজ্ঞ সেবা প্রদান করবেন।