হার্ট অ্যাটাক ছাড়াও যে কারণে হতে পারে বুকে ব্যথা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ জুন ২০২৩, ১৬:২৮
হার্ট অ্যাটাকসহ হৃদরোগে আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী বাড়ছেই। এর থেকে বাঁচতে অনেকেই বিভিন্ন উপায় অবলম্বন করেন। এজন্য হয়তো অনেকেই সঠিক ডায়েট মেনে চলেন বা প্রতিদিন শরীরচর্চা করেন।
তবে শুধু যে হার্ট অ্যাটাকের কারণেই বুকে ব্যথা হয় তা কিন্তু নয়। বুকে ব্যথার আরও অনেক কারণ থাকতে পারে। সময় থাকতে এর সঠিক ব্যবস্থা না নিলে পরবর্তীসময়ে তা বিপজ্জনক হতে পারে। চলুন জেনে নেওয়া যাক বুকে ব্যথার অন্য কারণ-
শুকনো কাশির কারণে বুকের মাংসপেশিতে প্রচুর চাপ পড়ে। ফলে পেশিগুলো দুর্বল হয়ে পড়ে, পরবর্তীসময়ে বুকে ব্যথা হয়।