‘অখণ্ড ভারত’ মানচিত্র নিয়ে ঢাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া
ভারতের নতুন সংসদ ভবনে বাংলাদেশসহ এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে ম্যুরালের মাধ্যমে অখণ্ড ভারতের যে মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে, তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া হয়েছে, সৃষ্টি হয়েছে বিতর্ক। ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল এ ধরনের মানচিত্রে বাংলাদেশকে অংশ করায় ক্ষোভ প্রকাশ করেছে। এসব দল এর নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি মানচিত্রটি অপসারণেরও দাবি করেছে।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিষয়টাতে কোনো প্রতিক্রিয়া দেয়নি। দলটির নেতারা বলেছেন, ভারতের সংসদ ভবনে এ ধরনের মানচিত্রের মাধ্যমে কী বোঝানো হচ্ছে, সেটা তাঁরা জানার চেষ্টা করবেন।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ তিনজন নেতা এবং দুজন মন্ত্রীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তাঁরা বলেছেন, ভারতের সংসদ ভবনে ম্যুরালের মাধ্যমে অখণ্ড মানচিত্রের ব্যাপারে তাঁদের কোনো ধারণা নেই। ভারত এ ধরনের মানচিত্র দিয়ে কী বোঝাতে চেয়েছে, সেটা তাঁরা জানার চেষ্টা করবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো বক্তব্য
পাওয়া যায়নি।