শিশুদের ব্রেন টিউমার

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুন ২০২৩, ১০:৩৭

শিশু বয়সেও ব্রেন টিউমার হতে পারে। তবে ব্রেন টিউমারের কারণ এখনো অজানা। মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে এর হার কিছুটা বেশি। দুই ধরনের ব্রেন টিউমার দেখা যায়—


প্রাইমারি: টিউমারের উৎপত্তি মগজেই হয়ে থাকে।


সেকেন্ডারি: টিউমারের উৎপত্তিমূল থাকে শরীরের অন্য কোনো অংশে। পরবর্তী সময়ে ক্যানসার কোষ মস্তিষ্কের অভ্যন্তরে টিউমার তৈরি করে।


প্রাইমারি ব্রেন টিউমার


এগুলো ব্রেনের অভ্যন্তরের যেকোনো কোষ থেকে উৎপন্ন হতে পারে। টিউমার নিরীহ প্রকৃতির বা ক্যানসার—দুই রকমই হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে প্রাইমারি ব্রেন টিউমার নিরীহ ধরনের হয়। এ টিউমার নিজস্ব স্থানে থাকে, অন্য কোথাও ছড়িয়ে পড়ে না বা ব্রেনের অন্য অংশ ধ্বংস করে না।


শিশু বয়সে দুটি প্রধান ব্রেন টিউমার হতে দেখা যায়—


গ্লাইওমা টিউমার: শিশু বয়সে এস্ট্রোসাইটোমা ও এবোনডাইমোমা—এ দুই শ্রেণির বেশি হতে দেখা যায়।


ব্রেন স্টেম: সেরিবেলাম থেকে ব্রেনের অন্যান্য অংশে বা মেরুদণ্ডের স্নায়ুতন্ত্রে ছড়িয়ে যেতে পারে।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও