![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/100696744/viral-image-100696744.jpg?imgsize=25938&width=700&height=525&resizemode=75)
ফেসবুক, ইনস্টাগ্রামের নেশায় স্বামীকে ছাড়লেন নববধূ! বিয়ের 15 দিনের মধ্যেই ভাঙল সংসার
স্মার্ট ফোনের দৌলতে এখন সারা বিশ্বই চলে এসেছে হাতের মুঠোয় । ফেসবুক, ইনস্টাগ্রাম সহ রয়েছে হাজারো সোশ্যাল মিডিয়ার হাতছানি। অবসর সময় তো বটেই, এমনকী কাজের মাঝেও সোশ্যাল মিডিয়ার নেশায় অনেকেই আজকাল বুঁদ হয়ে থাকেন। যার ফলে বাড়ছে দৈনন্দিন জীবনে বিবিধ সমস্যা। প্রভাব পড়ছে প্রিয়জনের সঙ্গে সম্পর্কেও। এমনকী স্মার্ট ফোনের জন্য বিয়ের মাত্র 15 দিনেই স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরির ঘটনাও সামনে এসেছে। সম্প্রতি এমনই একটি ঘটনা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ার জাদুতে এখন আট থেকে আশি সকলেই মগ্ন। আর তেমনই এক যুবতীর অত্যাধিক মোবাইল ব্যবহারের জন্য অসন্তুষ্ট হন তাঁর স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা। তবে তাতেও কোনও পরোয়াই করেননি তরুণী। বরং তাঁর বক্তব্য, শ্বশুরবাড়ির সদস্যরা ফেসবুক, ইনস্টাগ্রাম করতে দেন না, তাই তিনি থাকতে চান না স্বামীর সঙ্গে। বিয়ের মাত্র 15 দিনের মধ্যেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ চান যুবতী। ঘটনাটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায়।