
বড় রাস্তা থেকে গোলাকৃতি বাড়ি, মাটির তলায় আস্ত শহর বানিয়েছে পিঁপড়েরা! দেখুন ভিডিয়ো
শীতের আগেই ঢুকে যায় তাঁদের বাসস্থানে। তার আগে অবশ্য ঠান্ডার সময়ের জন্য চলে খাবার মজুতের তোড়জোড়। এরপর ফের গরম আসতেই বেরিয়ে পড়ে ঘর থেকে। আবারও শুরু হয়ে যায় খাবারের সন্ধান। পিঁপড়েদের জীবনের রোজনামচায় রয়েছে পরতে পরতে রোমাঞ্চ। কিন্তু পিঁপড়েরা থাকেই বা কোথায়? কেমন হয় তাদের ঘর-বাড়ি? এইসব প্রশ্ন প্রায়ই মনে উঁকি দেয় আমাদের। সেই কৌতূহলের নিরসন করলেন এক বিজ্ঞানী। মাটির তলায় তিনি খুঁজে বার করলেন পিঁপড়েদের ঘর-বাড়ি।
কথায় বলে, পিঁপড়েরা মানুষের চেয়েও বেশি জোটবদ্ধ প্রাণী। দলবদ্ধ হয়ে তারা খাবারের খোঁজে যায় । আবার পিঁপড়েরা একসঙ্গে বাঁধে ঘর-বাড়িও। কিন্তু এই খুদে প্রাণীদের জীবনের রহস্যের শেষ নেই। আর মাটির নীচে পিঁপড়েদের জীবনের সেই রহস্যের উদঘাটন করেন এক বিজ্ঞানী। মাটির তলা থেকে পিঁপড়েদের সামগ্রিক রাজ্য খুঁজে বার করেন তিনি। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তবে সেই দৃশ্য দেখলে আতঙ্কে ভুগতে পারেন আপনিও।