You have reached your daily news limit

Please log in to continue


দুর্ঘটনাস্থলে যাচ্ছেন নরেন্দ্র মোদি, করবেন বৈঠকও

রেল দুর্ঘটনায় মৃত্যুপুরীতে পরিণত হওয়া দুর্ঘটনাস্থল ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৩ জুন) সেখানেই তিনি জরুরি বৈঠক করবেন।

ওড়িশায় ৩টি ট্রেনের দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গোটা ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২ জুন) সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। খবর আনন্দবাজার পত্রিকা

জানা গেছে, বালেশ্বরে বৈঠককালে রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পারেন নরেন্দ্র মোদি। যদিও ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। ইতোমধ্যেই এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের রেল কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে সরকারের প্রধান হিসাবে ঘটনাস্থলে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আর ইতোমধ্যে হেলিকপ্টারে ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন