এভারেস্টে মৃত্যুমিছিল, কাঠগড়ায় অদক্ষ আরোহীরা
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০৮:০৬
চলতি বছরের মরসুম শেষ হওয়ার পরে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের বুকে মৃত্যুর এমনই খতিয়ান মিলছে। বর্তমানে মৃতের সংখ্যা অনুযায়ী এটিই চতুর্থ বৃহত্তম (এর আগে ২০১৪, ১৯৯৬ ও ২০১৫ সালে যথাক্রমে ১৬, ১৫ ও ১৩টি মৃত্যু)। সরকারি ভাবে নিখোঁজদের মৃত বলে ঘোষণা করলে মৃত্যুসংখ্যা দাঁড়াবে ১৭— যা এভারেস্টে সর্বোচ্চ।
পরিসংখ্যান বলছে, ১৯২২ সাল থেকে চলতি বছর পর্যন্ত এভারেস্টের সবক’টি রুটে মারা গিয়েছেন মোট ১৯৩ জন পর্বতারোহী এবং ১২৫ জন শেরপা। এ বছর মরসুমের শুরুতেই খুম্বু আইসফলের কারণে তিন শেরপার মৃত্যু হয়। এর পরে একের পর এক মৃত্যু বা নিখোঁজের খবর এসেছে উপরের ক্যাম্প থেকে। মৃতদের মধ্যে অনেকেই ছিলেন পঞ্চাশোর্ধ্ব আরোহী। এ বার অসুস্থ আরোহীদের হেলিকপ্টারে উদ্ধারও হয়ে দাঁড়িয়েছিল প্রায় নিত্যদিনের ঘটনা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- এভারেস্ট
- এভারেস্ট জয়ী
- পর্বত