দাঁতের রুট ক্যানেল চিকিৎসা

সমকাল প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ০৬:০১

দাঁতে ব্যথা হলে, ঠান্ডা-গরম বা মিষ্টি খেলে, ব্যথা লাগলে, কামড় দিলে কিংবা রাতে কোনো কারণ ছাড়াই ব্যথা শুরু হতে পারে। এসব উপসর্গের কারণ হচ্ছে দাঁতে ক্যাভিটি বা গর্ত।


প্রথমে কালো দাগ হয়ে যায়, ক্রমান্বয়ে আরও ভেতরে গেলে বা বড় হলে পাল্প বা নার্ভের কাছাকাছি গেলে দাঁত ব্যথা, শিরশিরে অনুভূতি অথবা ওপরের উপসর্গ দেখা দেয়। এ অবস্থায় রুট ক্যানেল চিকিৎসা করাতে হয়। বিকল্প হিসেবে দাঁত ফেলে দিলেও ব্যথা চলে যায়। দাঁত ফেলে দিলে ক্ষতিকর নানা উপসর্গ দেখা দেয় বলে রুট ক্যানেল চিকিৎসা উত্তম।


রুট ক্যানেল চিকিৎসার বেনিফিট


lদাঁতের ব্যথা, শিরশির ও ইনফেকশন দূর হয়


lন্যাচারাল দাঁত রক্ষা করা যায়


lদাঁতের হাড় ও মাড়ি রক্ষা করা যায়


lঅন্য দাঁতে ক্ষতিকর ইনফেকশন ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করে


lখাওয়া-দাওয়া, চিবানো সহজ হয়

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও