ক্যাশলেস সোসাইটি কীভাবে, জানালেন গভর্নর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ জুন ২০২৩, ২০:১৭
‘স্মার্ট’ বাংলাদেশ হওয়ার লক্ষ্যে যে ‘ক্যাশলেস সোসাইটি’ গড়ার কথা সরকারের তরফ থেকে বলা হচ্ছে, তার বাস্তবায়ন কীভাবে হবে, সেই ধারণা দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
তিনি জানালেন, আগামী চার বছরের মধ্যে দেশের ৭৫ শতাংশ অর্থিক লেনদেন কাগজের টাকার পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে সরকার।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবে ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যের কথা বলেন। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে অর্থমন্ত্রীর পক্ষে উত্তর দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে ২০২৭ সালের মধ্যে ৭৫ শতাংশ ক্যাশলেস লেনদেন চালু করা। সেই লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে চারটি জেলায় পাইলট কর্মসূচি চলছে।