পরপর ফ্লপ ছবি, ২৪৬ কোটি টাকায় বাড়ি কিনলেন উর্বশী
সমকাল
প্রকাশিত: ০২ জুন ২০২৩, ১৪:০১
উর্বশী রাউতেলা নানা কাণ্ডেই আলোচনায় থাকেন। কয়েক আগেই কানের রেড কার্পেটে ঝড় তুলেছেন। নজর কেড়েছিল তাঁর গলায় ‘টিকটিকি নেকলেস’। এবার শোনা যাচ্ছে বিশাল অংকের টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি। যশ চোপড়ার বাড়ির পাশেই একটি সুসজ্জিত পাঁচতলা বিশিষ্ট বাংলো কিনেছেন উর্বশী, যার দাম ১৯০ কোটি রুপি। বাংলদেশি টাকা ২৪৬ কোটি টাকা!
বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের অভিজাত এলাকায় এটি অবস্থিত। যশ চোপড়া এখন উর্বশীর পড়শী। পাঁচতলা বিশিষ্ট প্রাসাদসম এই বাংলোতে রয়েছে ব্যক্তিগত জিম, বড় একটি বাগান, বিস্তৃত উঠোন। উর্বশীর এই উঠোনটি যশ চোপড়ার বাড়ির উঠোনের সঙ্গে যুক্ত।