You have reached your daily news limit

Please log in to continue


দু’বছর চেষ্টা করেও দাম্পত্য টিকল না, অবশেষে পরস্পরের হাত থেকে মুক্তি পাবেন রাজীব-চারু

অবশেষে তিক্ততার শিকল থেকে মুক্তি। আইনি বিচ্ছেদ হতে চলেছে সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং টেলিভিশন অভিনেত্রী চারু আসপার। গত দু’বছর ধরে দাম্পত্যকলহ চরমে উঠেছিল। মাঝে বহু বার বিচ্ছেদের পথে হাঁটতে চেয়েছেন দু’জনে। কিন্তু আবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। শেষমেশ, আগামী ৮ জুন তাঁদের পথ আলাদা হয়ে যাবে। 

২০১৯ সালে বেশ ধুমধাম করেই প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীর ভাইকে বিয়ে করেন চারু। সুস্মিতা সেন নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন তাঁদের। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই রাজীব-চারুর দাম্পত্য কলহের কথা বার বার প্রকাশ্যে আসে। ২০২১ সালে কন্যা জিয়ানার জন্ম। তার পরই যেন চরমে ওঠে তাঁদের সংঘাত। রাজীবের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন চারু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন